Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবা সমুহ

যারা সেবা পাবে

কি ভাবে সেবা পাব

০১। শারীরিক প্রতিবন্ধীব্যক্তিদের প্রয়োজনীয় থেরাপিউটিক চিকিৎসা প্রদান।

০২। দৃষ্টিপ্রতিবন্ধীদের চোখের পাওয়ার নির্নয় ।

০৩। শ্রবন প্রতিবন্ধীদের শ্রবনশক্তি পরীক্ষা করা।

০৪। মানসিক প্রতিবন্ধীদের প্রয়োজনীয় কাউন্সেলিং প্রদান।

০৫। শ্রবন প্রতিবন্ধীদের শ্রবনশক্তি পরীক্ষা করণ।

০৬। শ্রবন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়ক উপকরন ( যেমন-হেয়ারিং এইড)

সম্পুর্ন বিনা মূল্যে প্রদান।

০৭। অটিজম শিশুদের সনাক্তকরন-পূর্বক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ

প্রদান।

০৮।প্রয়োজন অনুযায়ী শারীরিক প্রতিবন্ধীব্যক্তিদের কে বিনা মূল্যে বিভিন্ন

ধরনের সহায়ক উপকরন (যেমন- হুইলচেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, সাদাছড়ি, প্রভৃতি) প্রদান।

০৯। সামাজিকভাবে অক্ষম প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন।

১০। প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ।

১১।প্রতিবন্ধীরোগীদেরমাসিকপ্রতিবেদনপ্রদানসহঅন্যান্যপ্রতিবেদন

নিয়মিতভাবেউর্ধবতনঅফিসেপ্রেরণকরাহয়।

১২।রূপসাপ্রতিবন্ধীসেবাওসাহায্যকেন্দ্রেআগতরোগীদেরথেরাপিসেবানিশ্চিতকরা

এবংঅক্ষমপ্রতিবন্ধীব্যাক্তিদেরপুনর্বাসনেরজন্যঅত্রপ্রতিস্টহানেরসকলকর্মকর্তা-কর্মচারীরাসদাসর্বদা  তৎপরথাকায় প্রতিজ্ঞাবদ্ধ।

০১।শারীরিক প্রতিবন্ধীঃ জন্মগতভাবে হাত-পা বাকাঁনো/ হাত-পা বিহীন।

পোলিও/ টাইফয়েড বা অন্য কোন রোগের দরুন সৃষ্টি শারীরিক জটিলতা/ প্যারালাইসিসে আক্রান্ত

স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বা অচল।

দুর্ঘটনাজনিত/আঘাতজনিত/ বাতব্যাথার কারনে সৃষ্ট জটিলতা/ অঙ্গহানি/ শারীরিক ত্রুটি/ ঘাড়ব্যাথা/ মেরুদন্ডের ব্যাথায় আক্রান্ত।

 ২।দৃষ্টি প্রতিবন্ধীঃ

জন্মগতভাবে/ আঘাতজনিত বা দুঘর্টনা জনিত অন্যান্য কারনে এক/ উভয় চোখের দৃষ্টিহ্রাস/ এক বা উভয় চোখ অন্ধ এসব প্রতিবন্ধীব্যক্তি।

 ৩।মানসিক প্রতিবন্ধীঃ

বুদ্ধি প্রতিবন্ধী/ অটিস্টিক শিশু।

৪। বাক ও শ্রবন প্রতিবন্ধীঃ

জন্মগতভাবে কথা বলতে পারে না/ কথার অস্পষ্টতা/ কানে কম শোনে/ শোনে না এমন প্রতিবন্ধী ব্যক্তি।

০১। প্রতিবন্ধীব্যক্তি দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, প্রতিবন্ধী সনদ (যদি থাকে), জাতীয় পরিচয় পত্র (যদি থাকে),  জন্মনিবন্ধন(যদি থাকে)সহ সেবা কেন্দ্রে আসতে হবে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের রেজিস্ট্রেশন/সেন্টার আই,ডি সম্পন্ন করতে হবে। কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিও) কর্তৃক পর্যবেক্ষনের মাধ্যমে প্রতিবন্ধীব্যক্তির চিকিৎসা সেবা নির্ধারণ করা হবে। অতঃপর সংশ্লিষ্ট জনবলের মাধমে প্রয়োজণীয় সেবা প্রদান করা হবে।

০২।বিভিন্ন সহায়ক উপকরনসমূহ কনসালট্যান্টের পরামর্শক্রমে প্রতিবন্ধীব্যক্তিরা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বারাবর আবেদন করবেন।

 আবেদনের সাথে ০১(এক) কপি ছবি ও প্রেস্ক্রিপশনের ফটো কপি সংযুক্ত করতে হবে।অতঃপর উপজেলা ও জেলা স্টিয়ারিং কমিটি কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে অনুমোদন দেওয়া হয় এবং সহায়ক উপকরণ প্রদান করা হয়।